ঢাকা
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:৩৯
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

আফগানিস্তানে বাড়ছে আফিম উৎপাদন

আফিম চাষে ২০২২ সালে আফগানিস্তানে নিষেধাজ্ঞা দেওয়ায় গত বছর দেশটিতে আফিমের উৎপাদন অনেক কমে আসে। তবে জাতিসংঘের এক প্রতিবেদনে ২০২৩ সালে দেশটিতে আফিমের উৎপাদন প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। খবর ডয়চে ভেলের।

বুধবার (৬ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে আফিম উৎপাদন অব্যাহত রয়েছে৷ ২০২৩-এ উৎপাদন কম হলেও, ২০২৪-এ তা আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেড়েছে৷

২০২২ সালে তালেবান সরকার কর্তৃক আফিম চাষ নিষিদ্ধ হওয়ার আগে আফগানিস্তান আফিমের এক নম্বর সরবরাহকারী দেশ ছিল৷ তবে নিষেধাজ্ঞার কারণে আফিম থেকে তৈরি অন্যান্য নেশাদ্রব্যের উৎপাদন ৯৫ শতাংশ কমে এসেছিল। এ বছর উৎপাদন বাড়লেও তা আগের স্বাভাবিক সময়ের চেয়ে তা অনেক কম৷

ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) দ্বারা পরিচালিত বার্ষিক সমীক্ষায় বলা হয়েছে যে চাষাবাদ বেড়ে ১২ হাজার ৮০০ হেক্টর হয়েছে৷

ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি বলেন, আফগানিস্তানে আফিম চাষ কমে যাওয়ায়, অবৈধ বাজার থেকে মুক্ত আয়ের টেকসই উৎস গড়ে তুলতে আফগান কৃষকদের আমাদের সমর্থন করার সুযোগ ও দায়িত্ব রয়েছে। আফগানিস্তানের নারী ও পুরুষরা মারাত্মক আর্থিক ও মানবিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং তাদের বিকল্প উপার্জন খুব জরুরি৷

উৎপাদন বাড়ছে উত্তর-পূর্বে

শুকনো আফিমের দাম প্রতি কেজিতে প্রায় ৭৩০ মার্কিন ডলার, যা নিষেধাজ্ঞার আগের থেকে প্রায় ১০০ মার্কিন ডলার বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যের কারণে কৃষকরা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে পারে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে এখন আফিম উৎপাদিত হচ্ছে। যা পরবর্তীতে দক্ষিণ-পশ্চিমের কেন্দ্রস্থল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।

তবে পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এ বছর উৎপাদন ৬৫% কমেছে। একমাত্র ব্যতিক্রম ছিল হেলমান্ড প্রদেশ, যেখানে আফিমের চাষাবাদ ৪০০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে।

উত্তর-পূর্ব প্রদেশটি তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের কাছাকাছি অবস্থিত। সে অঞ্চলটিতে চাষাবাদ প্রায় ৩৮১% বৃদ্ধি পেয়েছে, যা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় চারগুণ। মে মাসে, কর্তৃপক্ষ পপি ক্ষেত ধ্বংস করতে বাদাখশানে ব্রিগেড পাঠালে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

তালেবান সরকার কৃষকদের বিকল্প ফসল বা জীবিকার পদ্ধতিতে রূপান্তরের জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram