ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৪
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৪

মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এই ভোট গণনা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট মহারাষ্ট্রে ভূমিধস জয় পেতে যাচ্ছে। এই রাজ্যে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৫ আসন। প্রাথমিক ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে ‘মহাজুটি’ ২২২টি আসনে জয় পেয়েছে। বিজেপি একাই শতাধিক আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ঝাড়খণ্ডে জয় পেতে যাচ্ছে হেমন্ত সোরেনের জেএনএম নেতৃত্বাধীন 'ইন্ডিয়া'। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন।

প্রাথমিক ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছে, ৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’ জোট।

গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে ৪৩টি আসনে প্রথম দফায় ভোট হয়েছিল। এরপর বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ভোট হয়। অন্যদিকে মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল।

ভারতে লোকসভা নির্বাচনের ছ’মাসের মাথায় এই দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট হলো। আজকেই দুই রাজ্যের ফলাফল সরকারিভাবে ঘোষণা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram