ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৪

৫ দফা দাবিতে ফের দিল্লির রাজপথে কৃষকরা, আন্দোলন রুখতে সতর্ক প্রশাসন

শীতের মধ্যেও ফের উত্তাপ বাড়ছে ভারতের রাজধানী দিল্লিতে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে সোমবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি)। লক্ষ্য, নতুন তিন কৃষি আইনের আওতায় কৃষকদের ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত দাবিদাওয়াকে তুলে ধরা। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজে প্রস্তুত পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ঢোকার একাধিক রাস্তা। ঘুরপথে পাশ করা হচ্ছে গাড়ি। কৃষকদের তরফে জানা যাচ্ছে, ভারতীয় কিষাণ পরিষদের নেতা সুখবীর খলিফার নেতৃত্বে প্রথম মিছিলটি বের হবে। এই মিছিলে যোগ দেবে কিষান মজদুর মোর্চা, সংযুক্ত কিষান মোর্চা-সহ আরও নানা সংগঠন। ৫ দফা দাবিতে উত্তরপ্রদেশের নয়ডা থেকে যাত্রা শুরু করে মিছিল পৌঁছবে দিল্লিতে সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে। বিকেপি নেতা সুখবীর খলিফা এই কর্মসূচির ঘোষণা করেছেন।

গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগরা-সহ ২০টি জেলার কৃষকেরা এই বিক্ষোভ মিছিল সামিল হবেন বলে দাবি সংগঠনের। মিছিলের মাধ্যমে পাঁচ দফা দাবি সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে চাইছে বিকেপি । তার মধ্যে অন্যতম, জমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষেত্রে কৃষকদের দাবি। পুরনো অধিগ্রহণ আইন অনুসারে, ১০ শতাংশ জমি এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত হারে ক্ষতিপূরণ দিতে হবে। ২০১৪ সালের ১ জানুয়ারির পরে কোনও জমি অধিগ্রহণ হলে, ২০ শতাংশ জমি এবং বাজার দরের চার গুণ বেশি ক্ষতিপূরণ দিতে হবে। ভূমিহীন কৃষকদের সন্তানের জন্য পুনর্বাসন এবং চাকরির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির (হাই পাওয়ার্‌ড কমিটি) সুপারিশগুলি নিয়ে সরকারি নির্দেশিকা জারি করতে হবে। আন্দোলন রুখতে কোমর বেধে মাঠে নেমেছে প্রশাসন। যমুনা এক্সপ্রেসওয়ে, নয়ডা ও গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, সুরজপুর মার্গ থেকে দিল্লির দিকে ভারী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আন্দোলনকে মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে সব স্কুল। নয়ডার অতিরিক্ত সিপি (আইন ও শৃঙ্খলা) শিবহারি মীনা বলেছেন - 'মোতায়েন করা হয়েছে চার হাজারের বেশি পুলিশ সদস্য। তিন স্তরের নিরাপত্তা রয়েছে। কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়েছে। আমরা কৃষকদের যে কোনও মূল্যে দিল্লি যেতে দেব না। '

সূত্র : ইন্ডিয়া টুডে

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram