ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৪

বাশারের অবস্থান নিয়ে ক্রেমলিনের ধুম্রজাল

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পালিয়ে মস্কোতে আসার কথা ক্রেমলিন অস্বীকার করেছে। ক্রেমলিন জানিয়েছে, বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল ‘অবাক’ করা মন্তব্য।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আসাদ ও তার পরিবার কোথায় আছেন, এই ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি না।’

মস্কো থেকে এএফপি এই খবর জানিয়েছে।

ইসলামিস্ট নেতৃত্বধীন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিনের একটি সূত্র রোববার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল।

প্রসঙ্গত আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে।

পেসকভ সোমবার বলেছেন, যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে, তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত।

পেসকভ বলেছেন, ‘অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়না, এটা কেবলমাত্র তারই সিদ্ধান্ত।’

তিনি বলেছেন, পুতিনের আলোচ্যসূচিতে আসাদকে নিয়ে বৈঠকের কোনো কিছুই ছিলনা।

সিরিয়া প্রশ্নে গত কয়েক দিনে নাটকীয় কিছু সংক্ষিপ্ত মন্তব্য সম্পর্কে পেসকভ স্বীকার করেছেন, এসব মন্তব্য অবাক করার মতো। তিনি বলেছেন, ‘সারা বিশ্বে অবাক করার মতো কত কিছুই না ঘটছে, এটাও ব্যতিক্রম কিছুই নয়।’

সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ও নৌঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকে ২০১৫ সালে আসাদের পক্ষে সামরিক অভিযান চালানো হয়েছিল।

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার জন্য এখন তো সেখানে ক্রান্তিকাল চলছে।’

সিরিয়ায় রুশ সামরিক ও নৌ ঘাঁটিগুলোর এখন কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এই ব্যাপারে খুব শিগগিরই জানা যাবে। সিরিয়ার ক্ষমতায় কারা আসে, তারপর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা যাবে।’

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ‘ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।’

রাশিয়া ইতোপূর্বে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচসহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকেই আশ্রয় দিয়েছিল।

এদিকে, বাশার আল-আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী তাদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহতম হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরাইলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুই দিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram