ঢাকা
১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৬
logo
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪
আপডেট: আগস্ট ২৪, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৪

বন্যা ট্যুর বন্ধ হোক: ইরফান সাজ্জাদ

ভয়াবহ বন্যায় আটকে থাকা অসহায়দের সাহায্য করতে সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে আসছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধমেও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছেন অনেকেই। পিছিয়ে নেই অভিনেতা ইরফান সাজ্জাদও। দুদিন আগেই বন্যার্তদের সাহায্য করতে দক্ষ রেসকিউ টিমের খোঁজ করছিলেন তিনি। এবার বন্যা ট্যুর বন্ধে পোস্ট দিলেন এই অভিনেতা।

শুক্রবার (২৩ আগস্ট) দবিাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ইরফান।

পাঠকদের জন্যর্ অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়া খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর। কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ারই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।’

এর আগে, গত ২১ আগস্ট ফেসবুক বন্যার্তদের সহায়তা করতে একটি স্ট্যাটাসে আরফান লিখেছেন, ‘দক্ষ কোন রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।’

পাশাপাশি মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, ‘হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram