

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ব্রাহ্মন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মন্দী ৮ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে এ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিয়ত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডাঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল্লাহ সাধারণ সম্পাদক মোঃ সিরাজ মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কালাম বক্স, কোষাধ্যক্ষ কাজল, সাবেক ইউনিয়ন-ছাত্রদলের সভাপতি আল-আমিন, আড়াইহাজার বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আকবর প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে বিএনপিতে তাদের কোন স্থান নেই। আমরা আগামী নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেব।

