স্বপ্নের অভিষেক যাকে বলে এক কথায়, রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের অভিষেকটিও তেমনি। উয়েফা সুপার কাকে রিয়ালের জার্সিতে প্রথমবার খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন এই ফরাসি সুপারস্টার। তার এমন দিনে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতেছে রিয়াল।
পোল্যান্ডের ওয়ারশতে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে রিয়াল। যদিও বেশ কবার গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা। প্রথমার্ধে গোল না করার আক্ষেপ নিয়েই বিরতিতে যেতে হয়েছে রিয়ালকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও কিছুটা সময় নিয়েছে রিয়াল। এরপর অবশ্য একের পর এক আক্রমণে ম্যাচের ৫৯ মিনিটে ভাঙে ডেডলক। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল বক্সের ভেতর খুব সহজেই জালে জড়িয়েছেন ভালভার্দে। সেই গোলের রেশ না কাটতেই ফের জালের দেখা পেয়ে যায় রিয়াল। এবার গোল করেন রিয়ালের নতুন নায়ক এমবাপ্পে। ম্যাচের ৬৮ মিনিটে বক্সের ভেতর বল ধরে বেলিংহ্যাম বাড়িয়ে দেন এমবাপ্পেকে। দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে চিরচেনা উল্লাসে মেতেছেন এমবাপ্পে। রাঙিয়েছেন নিজের অভিষেক।
ম্যাচের বাকি সময় আর গোল শোধ দিতে পারেনি আতালান্তা। যার সুবাধে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। নিজের অভিষেক ম্যাচেই শিরোপার স্বাদ পান এমবাপ্পে।