হাসান মাহমুদের ডেলিভারি রোহিত শর্মার পায়ে আঘাত করতেই জোড়ালো আবেদন করলো পুরো দল। তবে তাতে সাড়া দিলেন না আম্পায়ার রড টকার। রিভিউ নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা গেলো বল উইকেটে লাগলেও সেটা আম্পায়ারস কল। এ যাত্রায় বেঁচে গেলেন রোহিত।
যে কারণে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কন্ডিশন কাজে লাগাতে এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলতেই আগে ফিল্ডিং নিয়েছেন বলে জানান তিনি। ১৯৮২ সালের পর এই প্রথম চেন্নাইয়ে কোনো দল টস জিতে আগে ফিল্ডিং করবে।
পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার আছেন বাংলাদেশের আজকের একাদশে। আর ভারতের একাদশে খেলছেন তিন পেসার ও দুজন স্পিনার।
বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
ভারত একাদশ- রোহিত শর্মা, যশ্বসী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বীন, জাসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।
স্বাগত! শুভ সকাল সবাইকে
আলোচিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। চেন্নাইয়ের এই ম্যাচের মানবজমিন লাইভ আপডেটে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস। চেন্নাইয়ে আজকের দিনটা অন্য সব সাধারণ দিনের মতো নয়। পরিবেশ একটু ঠান্ডা।