উয়েফা চ্যাম্পিয়নস লিগে হার দিয়ে যাত্রা শুরু করেছিলো বার্সেলোনা। অন্যদিকে, লা লিগায়ও শেষ ম্যাচে হার। হারের আগুনে পুড়তে থাকা দলটির তোপে লণ্ডভণ্ড ইয়াং বয়েজ। একপেশে ম্যাচে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে কাতালানরা। ম্যাচের আট মিনিটে-ই লেভানদোভস্কির গোলে লিডে যায় বার্সা। বিরতির আগে প্রতিপক্ষে জালে কাপন ধরান রাফিনিয়া ও মার্তিনেজ।
এরপর, ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও বজায় থাকে বার্সার দাপট। রাফিনিয়ার কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়েই ব্যবধান ৪-০ করেন লেভানদোভস্কি।
শেষ দিকে সান্ত্বনা হিসেবে একটি গোল শোধ করে ইয়াং বয়েজ। যদিও সে গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। চ্যাম্পিয়নস লিগে বার্সা পরবর্তী ম্যাচ খেলবে ২৩ অক্টোবর রাতে। সেদিন তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের।