ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৪
আপডেট: অক্টোবর ২, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৪

শান্তদের জন্য ভারতের ছিল ৮০ ওভারের পরিকল্পনা!

পাঁচ দিনের টেস্টে খেলা হয়েছে মোটে আড়াই দিনেরও কম। বাকি সময়টা বৃষ্টি আর আউট ফিল্ডের জন্য খেলাই মাঠে গড়ায়নি। তাতেও বাংলাদেশ ম্যাচ ড্র করতে পারে। আর এর পেছনের কারণ ভারতের ড্রেসিং রুমে দুর্দান্ত পরিকল্পনা। যা ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার নিতে এসে জানান রবিচন্দ্রন অশ্বিন। তিনি জানান, নিজেদের প্রথম ইনিংস শেষে তাদের পুরো ম্যাচের পরিকল্পনা ছিল ৮০ ওভারের। অর্থাৎ রোহিতদের পরিকল্পনা অনুসারে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ ও নিজেদের দ্বিতীয় ইনিংস মিলিয়ে ৮০ ওভারের মধ্যেই খেলা শেষ করবে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে পিছিয়ে ছিল বাংলাদেশ। তাই কানপুর টেস্টে লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানোর। তবে এখানেও ব্যর্থ হয়েছে শান্ত বাহিনী, হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। তাতে ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় তুলে নেওয়ার অপেক্ষা আরও বাড়ল লাল-সবুজের প্রতিনিধিদের। আর এই পুরো সিরিজেই দুর্দান্ত ছিলেন অশ্বিন। প্রথম ম্যাচে তিনি ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন। দ্বিতীয় টেস্টে তিনি আবারও বল হাতে জাদু দেখাতে সক্ষম হন।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অশ্বিন সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তাতে তিনি এখন শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় মুথাইয়া মুরলিধরনের সঙ্গে যৌথ প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন। দুই জনই লাল বলে সিরিজ সেরার খেতাব জিতেছেন ১১ বার। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে অশ্বিন বলেন, 'এই ম্যাচ জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর প্রেক্ষাপটে আমাদের জন্য এই ম্যাচটা জেতা বিশাল বিষয়।'

এসময় সোমবার টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট করার পর ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, 'গতকাল যখন আমরা তাদের বোল্ড আউট করেছিলাম, তখন লাঞ্চের একটু পরেই রোহিত (অধিনায়ক) আমাদের একটা কথা বলেছিলেন। আসলে তিনি বিশ্বাস করেছিলেন যে, বাংলাদেশের সমস্ত উইকেট নেওয়ার জন্য আমাদের ৮০ ওভার বল করা দরকার। রোহিত শর্মা আমাদের বলেছিলেন, আমরা ২৩০ রানে আউট হয়ে গেলেও কোনো ব্যাপার নয়। এরপর তিনি ইনিংসে নিজের প্রথম বলটি যেভাবে খেলেছিলেন, তার সঙ্গে তিনি ম্যাচের সুর সেট করেছিলেন। তিনি আমায় বলেছিলেন, আপনি (বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে) পুরোনো বলের চেয়ে নতুন বলে বেশি ভয়ঙ্কর হতে পারেন। আপনি যত বেশি ওভার স্পিন করবেন, এই পিচে এটি আরও কঠিন হয়ে উঠবে। এর কারণ বলটি পিচ থেকে বেরিয়ে যাচ্ছে না। আমি নিজের ছন্দে বল করতে পেরে বেশ খুশি। আমি বলের ওপর যে রেভগুলো রেখেছি তা অবমূল্যায়ন করা যায় না।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram