ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ৭, ২০২৪

খারাপ দল মানতে নারাজ শান্ত, বদলাবেন না খেলার ধরণ

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নিজেদের মাটিতে বাংলাদেশকে তারা নিয়েছে সহজ প্রতিপক্ষ হিসেবে। যা দলটির ক্রিকেটারদের দিকে তাকালেই স্পষ্ট হয়। অবশ্য দল যত অনভিজ্ঞই হোক-প্রথম ম্যাচে অন্তত বাংলাদেশকে পাত্তা দেয়নি তারা। বাংলাদেশের ১২৮ রানের টার্গেট ১১.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।

এমন হারের পর ফুটে উঠেছে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের দৈন্যদশা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে ব্যাটারদের সামর্থ্য নিয়ে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের খারাপ দল মানতে নারাজ। তার বিশ্বাস এরচেয়েও অনেক ভালো দল বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘খারাপ হয়েছে যে সেটাও বলবো না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’

নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, ‘আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে।’

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে চায় বাংলাদেশ। তবে শট সিলেকশনে আরও মনোযোগ দেওয়ার তাগিদ তার। শান্ত বলেন, ‘আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলব, এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram