ঢাকা
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৪

‘টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন’

ভারতের বিপক্ষে সাদা পোশাকের পর এবার রঙ্গিন পোশাকেও বিবর্ণ বাংলাদেশ। টেস্টে ধবধোলাইয়ের পর ভারত সফরে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি শান্ত বাহিনী। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পাড়েনি লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ যেখানে ১২৭ রান করেছে ১৯ ওভার ৫ বলে সেই রান ভারত টপকে যায় ৪৯ বল হাতে রেখে।

দুই দলের পারফরম্যান্সেও ছিল বিস্তর ফারাক। বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সের পর কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, বাংলাদেশের ব্যাটিং ছিল অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন।

আকাশ চোপড়া বলেন, বাংলাদেশের ভাইয়েরা, তোমরা কী করছো? কেমন ক্রিকেট খেলছো? আসলে ভারতের আশপাশেও আসতে পারোনি। একপেশে বলতে যা বোঝায়, ঠিক তাই। ম্যাচ কোথায় এটা তো মিস-ম্যাচ ছিল।

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিকাংশেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা কম। এমন একটি দলের বিপক্ষে পাত্তাই পেল না অভিজ্ঞ বাংলাদেশ। ব্যাটিং-বোলিংয়ে ছিল হতাশার ছাপ। টেস্ট সিরিজেও ছিল একই দশা। ভারতের বিপক্ষে বাংলাদেশের এমন পারফম্যান্সকে খুবই নিম্নমানের বলে আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া।

তিনি বলেন, এশিয়াতে আপনারা বাংলাদেশ তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন। কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। টেস্ট সিরিজের কথা বলা যায়। চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে। তার পর থেকেই পারফরম্যান্স নিম্নমুখী। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমে পেয়েছে হারের লজ্জা। ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? করতে পারবে দিল্লি জয়? সেটিই এখন দেখার বিষয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram