চেনা মাঠ, চেনা দৃশ্য। ব্যাটাররা ব্যাট হাতে নামছেন, আবার ব্যর্থ হয়ে ফিরছেন। এই দৃশ্য যেন বাংলাদেশের ব্যাটারদের রোজকার। টেস্ট ম্যাচ হলে ব্যাটারদের বিবর্ণ চেহারা আরও বেশি ফুটে ওঠে। এবারও হলো তাই। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেছে শান্তর দল। মাত্র ৪০ ওভার টিকতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা।
সোমবার (২১ অক্টোবর) মিরপুরে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং নেমে কোনো ব্যাটারই লড়াই চালাতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে কোনোরকমে ১০০ পার করেছে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান এসেছে জয়ের ব্যাট থেকে। ছয়জন ব্যাটার এক সংখ্যার রানের ঘরে ফিরেছেন।
বিস্তারিত আসছে……