বেশ কয়েকটি বিষয় সামনে রেখে আজ বেলা সাড়ে ৩টায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের ভবিষ্যত নির্ধারণসহ আরও একটি বিষয় গুরুত্ব পেতে যাচ্ছে আজকের বোর্ড সভায়। বাংলাদেশ দলের কোচিং প্যানেলে স্থানীয় কোচের সংযোজন নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছে ফারুক আহমেদের বোর্ড।
এ আলোচনায় এগিয়ে আছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সহকারী কোচ হিসেবেই সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত করার ইচ্ছা বিসিবির। বিষয়টি নিয়ে বিসিবি কর্তাদের মধ্যে এরমধ্যে কয়েকবার অনানুষ্ঠানিক আলাপও হয়েছে। তবে আজকের সভায় সালাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। সবকিছু ঠিক থাকলে ফিল সিমন্সের কোচিং প্যানেলে যুক্ত হওয়া সময়ের অপেক্ষা সালাউদ্দিনের।
এছাড়া নাজমুলের অধিনায়কত্ব নিয়েও দোটানা কাজ করছে বিসিবির অন্দরমহলে। এই মুহূর্তে তাঁর কোনো বিকল্প দেখছে না বোর্ড। তাই আরও কিছু সময় নাজমুলকে দায়িত্ব থাকার জন্য অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ওই পরিচালক। আলোচনা আছে, আজকের সভায় আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরার প্রসঙ্গ নিয়েও আলোচনা হতে পারে।
আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে এই অভিজ্ঞ ক্রিকেটারের। যদিও এই প্রসঙ্গে নীরব ভূমিকা পালন করেছেন এই পরিচালক।