চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন বড় বিপর্যয়ে শুরু করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের এদিন ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে টাইগাররা। ১৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। যেখানে দলীয় ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে কোনঠাসা স্বাগতিকরা।
তবে নবম উইকেট জুটিতে মুমিনুল হক ও তাইজুল ইসলাম কিছুটা আশা দেখান। কেননা এই জুটি ১৭২ বলে ১০৩ রান করে। তবে লাঞ্চের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮২ রান করা মুমিনুল সেনুরান মুথুসামীর বলে এলবির শিকার হন। আর ৯৫ বল খেলে ৩০ রান করে তাইজুল কেশভ মাহারাজের শিকার হন।
বাংলাদেশ দল শেষ পর্যন্ত ১৫৯ রানে থামে। যেখানে ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়েছে স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাগিসো রাবাদারা উইকেটে ঝড় তোলেন। আগের দিনের অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ভেরেইনের ক্যাচে ব্যক্তিগত ৯ রানে ফেরান রাবাদা। আর ড্যান প্যাটারসনের বলে শূন্য রানে মাঠ ছাড়েন মুশফিক। মিরপুর টেস্টে দারুণ খেলা মেহেদী হাসান মিরাজ রাবাদার বলে ভেরেইনেকে ক্যাচ দেন। আর মাহিদুল ইসলাম অংকনকে এলবি করে ৫ উইকেট তুলে নেন রাবাদা।
গতকাল ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছ দক্ষিণ আফ্রিকা।জবাব দিতে নেমে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশ ইনিংস। মাত্র ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। শেষমেশ ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের থেকে প্রথম ইনিংসে ৫৩৭ রানে পিছিয়ে ছিল টাইগাররা।