ঢাকা
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৪
logo
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৪

চ্যাম্পিয়নস লিগে রাতে ১১ ম্যাচ, মাঠে নামবে রিয়াল-লিভারপুল-ম্যান সিটির মতো জায়ান্টরা

আজ রাতে আছে চ্যাম্পিয়নস লিগের ১১টি ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে বিগ ম্যাচে রাতে জায়ান্ট এসি মিলানকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে জাভি আলোনসোর বায়ার লেভারকুজেন। এছাড়া, ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবন। তিনটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দুই ক্লাবের মহারণ রাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি ট্রফি জেতা এসি মিলানের চেয়ে এই ম্যাচে নিশ্চিতভাবে এগিয়ে রেকর্ড ১৫টি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের এবারের ক্যাম্পেইনে তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে রিয়াল। ভালো ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরা। তবে এই মৌসুমে রিয়ালের ‘গলার কাটা’ রক্ষণ। মোটেও ভালো ছন্দে নেই রুডিগার, মিলিতাওরা। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রাইট ব্যাক কারভাহালের ইনজুরি।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য সমানে সমান। ১৫ দেখায় ৬টি করে জয় পেয়েছে রিয়াল ও মিলান। তবে রিয়াল মাদ্রিদকে ইতালির ক্লাবটি সবশেষ হারিয়েছিল ২০০৯ সালে। পাশাপাশি এসি মিলানের ফর্মটাও খুব একটা ভালো না। চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে দুটি হেরেছে তারা।

এদিকে, আজ অ্যানফিল্ডে ফিরছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার জাভি আলোনসো। তবে বন্ধু বেশে নয়, শত্রু দলের সেনাপতির ভূমিকায়। গত মৌসুমে জার্মান লিগে রেকর্ড গড়ে প্রথমবার আলোনসোর হাত ধরেই লিগ শিরোপা জেতে লেভারকুজেন। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে পেয়েছে তিনটি জয়। তাইতো লিভারপুলের কঠিন পরীক্ষা নেবে দলটি বলাই যায়।

তবে ঘরে মাঠে বরাবরই ফেভারিট লিভারপুর। ক্লপের কাছ থেকে অলরেডদের দায়িত্ব পাবার পর দারুণভাবে মার্সিসাইডের ক্লাবটির দায়িত্ব সামলেছেন আরনে সল্ট। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয় লিভারপুলের। ইংলিশ জায়ান্টদের ফরোয়ার্ড লাইন আছেন দারুণ ছন্দে। দলের প্রয়োজনে গোল করছেন সালাহ, নুনেজ, দিয়াজ থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চে থাকা গ্যাকপোরাও।

রাতে আরেক ইংলিশ জায়ান্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে পর্তুগিজ পাওয়ার হাউস স্পোর্টিং লিসবনের বিপক্ষে। তবে ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ সিটির জন্য। কেভিন ডি ব্রুইনা, কাইল ওয়াকারের সাথে, ইনজুরি তালিকায় যুক্ত হয়েছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি, রুবেন দিয়াস, জন স্টোসনের মতো মূল একাদশের ফুটবলাররা।

সেই সুযোগটাই নিশ্চিতভাবে নিতে চাইবে ফর্মে থাকা স্পোর্টিং লিসবন। ১১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবার আগে তাদের নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে হারিয়ে নিশ্চিতভাবে রেড ডেভিল সমর্থকদের অগ্রিম আনন্দ দিতে চাইবেন কোচ আমোরিম।

এছাড়া, রাত পৌনে বারোটায় রয়েছে দুটো ম্যাচ। স্লোভান ব্রাতিসলাভার মুখোমুখি হবে ডাইনামো জাগরেব এবং পিএসভির ‍বিপক্ষে নামবে জিরোনা। রাত দুইটায় মাঠে নামবে য়্যুভেন্তাস-লিলে, সেল্টিক-লাইপজিগ, বোলোনগা-মোনাকো, বরুশিয়া ডর্টমুন্ড-স্টার্ম গ্রাজ, শাখতার দোনেস্কৎ-ইয়াং বয়েজ। এছাড়া অ্যাস্টন ভিলার মাঠে নামবে ক্লাব ব্রাজেসের বিপক্ষে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram