ঢাকা
২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৪

এমবাপ্পের পেনাল্টি মিস, নয় বছর পর রিয়ালকে হারাল বিলবাও

তবে কি অতি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট? কার্লো আনচেলত্তি নিশ্চিত করেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন। একঝাঁক তারকার মাঝে কিলিয়ান এমবাপ্পেকে উড়িয়ে এনেছিলেন। কিন্তু মৌসুমের শুরু থেকেই উল্টো পথে ছুটছেন এমবাপ্পে, দলও পরাজয়-ড্রয়ের মাঝে হাবুডুবু খাচ্ছে। আরো একবার হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ২-১ গোলে হেরেছে তারা।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে সান মামেসে প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে বিলবাওকে এগিয়ে নেন আলেক্স বেরেনগার। এরপর রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষ দিকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা। নয় বছর বিলবাওয়ের বিপক্ষে পর পরাজয়ের মুখ দেখল রিয়াল। সবশেষ হেরেছিল ২০১৫ সালের মার্চে।

বিলবাওয়ের মাঠে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাচ্ছিল রিয়াল। তব চতুর্দশ মিনিটে এমবাপ্পের গোলে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। প্রথমার্ধে বিলবাও ভালো সুযোগটি পায় ম্যাচের ৩১তম মিনিটে। তবে ইনাকি উইলিয়ামসের ব্যাকপাসে উড়িয়ে মারেন বেরেনগার।

দ্বিতীয়ার্ধেও একই ধারায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে দুই দল। তাতে ৫৪তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। বাঁ দিক থেকে নিকো উইলিয়ামসের শট আটকে দেন থিবো কোর্তোয়া; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। বাকি কাজটা আলতো টোকায় সারেন বেরেনগার।

রিয়াল সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল ৬৭তম মিনিটে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তবে বড় মিস করে বসেন এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক জুলেন আহিরেসাবালা।

এরপরও একের পর এক আক্রমণ করে যেতে থাকে রিয়াল। তাতে ৭৮তম মিনিটে সমতায় ফেরে তারা। এমবাপ্পের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে শটে জালে পাঠান বেলিংহ্যাম।

রিয়াল সমতায় ফেরার দুই মিনিট বাদেই সান মামেসের গ্যালারি উল্লাসে মাতোয়ারা করে দেয় বিলবাও। ফেদে ভালভার্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরাল শটে কোর্তোয়াকে পরাস্ত করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মাদ্রিদের রাজারা।

এই হারে ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। লিগে টানা তৃতীয় জয়ের পর বার্সেলোনার সমান ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram