ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৫
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪
আপডেট: জুলাই ১৩, ২০২৪
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪

বড়লেখার সুজানগরে বন্যার্তদের ২০ লাখ টাকার খাদ্যসামগ্রী দিচ্ছেন প্রবাসীরা

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বন্যার পানি ধীরগতিতে নামছে। এতে বিপাকে পড়েছেন বানভাসিরা। আয়রোজগার না থাকায় অনেক মানুুষ অর্ধহারে-অনাহারে দিনযাপন করছেন। যদিও সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি সংগঠন ত্রাণ বিতরণ করছে। অবশ্য বন্যার্তরা জানিয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বানভাসি এসব মানুষের অসহায় আর দুর্দশার কথা ভেবে তাদের পাশে দাঁড়িয়েছেন সুজানগর ইউনিয়নের ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য প্রবাসীরা। তারা ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামের আহ্বানে ওই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৫ হাজার দুর্গত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সালদিগা জামে মসজিদ প্রাঙ্গণে সালদিগা গ্রামের ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। ধারাবাহিকভাবে এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বন্যার্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, চিড়া ও লবন দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছেন সমাজসেবক রেজাউর রহমান জবরুল ও জাহাঙ্গীর তারেক জনি।

সাবেক ইউপি সদস্য বিপুল কান্তি দাসের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণের সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি সদস্য মক্তার আলী, জবরুল ইসলাম, মনজুরুল ইসলাম লুলু, মিলন বেগম, তথ্য কেন্দ্রের উদ্যোক্তা দেলোয়ার হোসেন, লিমন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুজানগর ইউনিয়নের প্রবাসীরা যেকোনো দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুজানগর ইউনিয়নের প্রবাসীরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা সুজানগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে প্রায় ২০ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram