কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: " ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে কুষ্টিয়ার কুমারখালীতে প্রশাসন, জেলে, খামারি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময়ের আয়োজন করে উদযাপন কমিটি।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, সাংবাদিক জাকের আলী শুভ, দৈনিক সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, জেলে বাবুল হোসেন প্রমূখ।
সভায় বক্তারা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির জন্যে আইন ও পদ্ধতি মেনে মৎস্য চাষ, আহরণ ও কেনাবেচার দাবি জানান।