চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় আমরা বিগত দিনের ন্যায় এখনো তাদের পাশে রয়েছি। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। এই অর্জনকে কোনভাবেই দুষ্কৃতিকারীদের দ্বারা নষ্ট হতে দেয়া যাবেনা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠা অধ্যক্ষ শ্রীল শ্যাম কিশোর দাস, চাঁপাইনবাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, পূজা উদযাপন সদর উপজেলা সভাপতি তরুন সাহা, পূজা উদযাপন নবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি অপূর্ব সরকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা সভাপতি শ্রী অর্জূন চৌধুরী, পৌর কমিটির সভাপতি শ্রী সঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক সমিত, চ্যাটার্জী, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, ইসকনের প্রতিনিধি আশ্রয় নর উত্তম দাস, জুয়েলার্স সমিতির নেতা বাসুদেব নন্দী প্রমুখ।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং জান-মাল রক্ষায় ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেক হিন্দু অধুষ্যিত এলাকায় এলাকায় ঘুরবেন এবং সবাইকে সচেতন করবেন সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে।