ঢাকা
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৪

সাবেক এমপি লতিফ সেনা হেফাজতে

চট্টগ্রাম-১১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা সরকার পতনের পর এম এ লতিফ পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। শুক্রবার স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ পড়ে আসার পথে স্থানীয় বিএনপির নেতারা তাকে দেখে নানা মন্তব্য ও হট্টগোল করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে এলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

এম এ লতিফের পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। এ ছাড়া চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন লতিফ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram