মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অমুসলিমদের জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী রঘুনাথ জিউ মন্দিরে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আদিবাসী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রোববার বিকেলে রঘুনাথ জিউ মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় মন্দির কমিটির সভাপতি নির্মল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক হাতুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, ওসি (তদন্ত) এইচ এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা জামাতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর সদর সাবেক ইউপি চেয়ারম্যান অব্দুল মান্নান চৌধুরী দুলাল, উপজেলা জামাতের আমির আব্দুল আজিজ সুমন, সাবেক আমির শহীদুল ইসলাম ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা আমিনুল হক প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট বলেন, অমুসলিমদের বাড়িঘরে ডাকাতি ও মন্দিরে আগুন দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এসবের কোন প্রমাণ পাওয়া যায়নি। এসব যারা ঘটাচ্ছে তাদের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, রাজনীতির চেয়ে সমাজনীতি বড় করে দেখতে হবে। সমাজে আমরা সবাই একে অপরের বন্ধু হয়ে থাকতে চাই। কেউ কখনো আক্রান্ত হলে সন্ত্রাসী যেই হোক তাদেরকে বেঁধে রেখে খবর দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।