ঢাকা
২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৫
logo
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৪
আপডেট: আগস্ট ১৩, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১৩, ২০২৪

মান্দায় আ.লীগ কর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আ.লীগ কর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সংখ্যালঘু পরিবারের পৌণে ৪ বিঘা ফসলি জমি দখল করে নিয়েছেন। দখল দৌরাত্ম ও অভিযুক্তদের ভয়ে সংখ্যালঘু পরিবার আমন মৌসুমের ফসল উৎপাদন করতে পারেনি। ফসল রোপণ করতে না পারায় পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছেন ভুক্তভোগী অসিম কুমার প্রামানিক।

ভুক্তভোগী অসিম কুমার উপজেলার নুরুল্যাবাদ পালপাড়া এলাকার মৃত উপেন্দ্রনাথ পালের ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন- উপজেলার বড় চকচম্পক গ্রামের মৃত হস উদ্দীনের ছেলে শাহাদ আলী, সেকেন্দার আলী, আব্দুল জলিল, আব্দুস ছাত্তার, আলতাব হোসেন ও দুলাল হোসেন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দে ভুক্তভোগী উজ্জ্বল ও অসিত পাল এস এ, আর এস খতিয়ান মূলে গনেশ নামে এক ব্যক্তির বিবাদমান জমি ক্রয় করেন। অদ্যবধি থেকে ভুক্তভোগী পরিবার দখল এবং চাষাবাদ করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা ক্রয়কৃত বড় চকচম্পক মৌজার হাল ৯৩ খতিয়ানের ১১০,১০১ ও ২৯৮ দাগের জমি দখল চেষ্টার পায়তারা করছেন। একই সাথে ফসল রোপণে বাঁধা প্রদান করেন। অভিযুক্তরা আদালতে একটি মামলা দায়ের করে উক্ত জমি দখলের চেষ্টাসহ রোপণ কাজে বাঁধা প্রদান করেন। আমরা প্রাণনাশের ভয়ে জমিতে আমন ধান রোপণ করতে পারিনি। অচিরেই জমি ফিরিয়ে পেতে প্রাশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জলিল বলেন, ২০ সালের খতিয়ানে আমরা জমির মালিক এর কারণে আমরা জমিতে বাঁধা দিয়েছি এবং আদালতে একটা মামলা করেছি। মামলার রায় এখনো হয়নি। তারা যদি উপযুক্ত কাগজপত্র আমাদেরকে দেখায় তাহলে আমরা জমি ছেড়ে দিবো।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram