এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ৪ দফা দাবি আদায়ে সপ্তাহ ব্যাপি “রেজিস্ট্যান্স উইক” সফল করার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলন বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সম্প্রীতি সমাবেশ করেছেন।
বুধবার বেলা ১১ টায় কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সপ্তাহ ব্যাপি “রেস্ট্যিান্স উইক” কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার সহকারে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বই রশি বাসস্ট্যান্ডে সামবেশে শিক্ষার্থীরা বলেন, আজকের কেন্দ্র ঘোষিত কর্মসূচির মধ্যে সকল শহীদদের স্বরণে দোয়া, প্রর্থনা ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এ সম্প্রীতি সমাবেশ।
এ সময় বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজিম, ঢাকা ওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম, ঢাকা তিতুমির কলেজের শিক্ষার্থী জিয়ন, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী সবুজ ফরাজী, শাহরিয়ার, খুলনা বি,এল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল, খুলনা পলিটেকনিক ইনিস্টিটিউড এর শিক্ষার্থী মবিনুল হাসান অনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে ৪ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো- ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যে সব হত্যাকান্ড ঘটানো হয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে, সংখ্যালগুদের ওপর আওয়ামী লীগ ও ১৪ দলসহ যারা পরিকল্পি ডাকাতি ও লুন্ঠনের মাধ্যমে ছাত্র গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশ গ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকান্ডের বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে, এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন, তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
অপরদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করেন।