হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: সারাদেশে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইল জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) সকালে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, নড়াইল সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক শেখ সেলিম, সদস্য সচিব মনা মিয়া, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল, সহ-সাধারণ সম্পাদক আহাদুজ্জান বাটু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক এনামুল কবীর চন্দন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সনি প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যদানকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বেই বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ভোটের মাঠে সক্রিয় অবস্থানে থাকবে। তাই আর দিনের ভোট রাতে কেটে নেয়ার সুযোগ থাকবে না।