সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: যথাযাগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার সর্বত্র ১৫ আগস্ট শোক দিবস পালিত হয়েছে।এ দিনটি উপলক্ষে রাজৈর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎসজীবী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও বিভিন্ন স্বেছাসেবী সংগঠনসহ বিভিন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল সকালে রাজৈর বেপারীপাড়া মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান, জাতীয়, দলীয় ও শোকের পতাকা উত্তোলন, শোক , কালো ব্যাজ ধারন, আলাচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত শেষে গণভোজের আয়াজন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার সময় রাজৈর বেপারীপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগ বিশাল এক শোক র্যালি বের করে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী শেখের সভাপতিত্বে আলাচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন খান, যুগ্ম আহবায়ক ছালাম মাস্টার, হায়দার গাছী, মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পল্লবী, উপজেলা ছাত্রলীগের মোস্তফা মনীর সুজন, রাজৈর উপজেলা যুবলীগের আহবায়ক রেজওয়ানুল হক রিজন, পৌর কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সুজন হোসেন রিফাতসহ আওয়ামী লীগের বিভিন্ন ভাতৃপ্রতীম সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।