একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের নতুন কোর্ট প্রাঙ্গন এলাকার স্মৃতিসৌধে মিছিল করে যান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ও নেতারা।
পরিবর্তিত পরিস্থিতিতে সুনামগঞ্জে কেবল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদই প্রকাশ্যে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শহরের নতুন কোর্ট এলাকার স্মৃতিসৌধে মিছিল করে যান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ও নেতারা। পরে ওখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্মা জানান তারা। এসময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের ফুলের তোড়াও দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শেষে সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. নান্টু রায়, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. আখতারুজ্জামান সেলিম, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, অ্যাড. শুকুর আলী, অ্যাড. আব্দুল ওদুদ, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. গৌরাঙ্গ দাস, অ্যাড. আবুল আজাদ, অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. সফিকুল ইসলাম, অ্যাড. জিয়াউর রহমান শামীম, অ্যাড. নূর আলম, অ্যাড. আনোয়ার হোসেন (২), অ্যাড. আমিনুর রশিদ রনক, অ্যাড. ফরহাদ উদ্দিন, অ্যাড. সামন্ত চন্দ্র দাস, অ্যাড. শফিউল্লাহ, অ্যাড. গোলাম কবির সুমন, অ্যাড. ফরিদুননবী, অ্যাড. লাহিন, অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. কামরুজ্জামান প্রমূখ।
নজরুল ইসলাম বলেন, সংকটকালে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া কর্মসূচি পালন করবেন। তিনি রাজধানীর ধানমন্ডীর ৩২ নম্বরে হামলা ভাংচুরের নিন্দা জানান।