জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে অস্ত্র ও গুলি নিয়ে ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়।
১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া ক্যাম্প-৭, এফসিএন-ব্লক- জি/১৭ এর বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ক্যাম্প-১৮, এফসিএন- ২০২৪৭৩, ব্লক- এম/১০ এর বাসিন্দা সাবের আহম্মদের ছেলে মোহাম্মদ নুর (২৭) ও ক্যাম্প-৬, এফসিএন- ১৭৪৯১০, ব্লক- সি/৬ বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)। ফয়েজের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ ৪ টি মামলা রয়েছে।
১৪ এপিবিএন জানায়, ১৪ এপিবিএনের আওতাধীন বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২ টি ওয়ান শুটারগান, ১ টি দেশীয় তৈরি রিভালভার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।