চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিনটি গরু, দুটি ইঞ্চিনচালিত নৌকা ও দেশীয় অস্ত্রসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ধারে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ ব্যাটলিয়ন।
আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান। আটককৃত ভারতীয় চোরাকারবারীরা হলো- ভারতের মুর্শিদাবাদ জেলার সারফরাজ ইসলাম, আসলাম শেখ, দ্বীপ সিংহ, রনি মহালদার ও ওলিল মহালদার।
বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটককৃত ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত রঘুনাথপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের গতিবিধি সন্দেহ হলে তাদের চ্যালেঞ্চ করে। এ সময় দুটি ইঞ্চিনচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। পরে নৌকা দুটি তল্লাশী করে বিজিবি টহলদল। এসময় তিনটি ভারতীয় গরু ও ৩টি হাঁসুয়াসহ ৫ জন ব্যক্তিকে আটক করে। যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করে।
বিজিবি আরও জানায়, ‘তারা চোরাকারবারী। তারা নিয়মিত বাংলাদেশের ভেতরে গরুসহ অন্যান্য মালামল চোরাচালান করে থাকে। এ বিষয়ে ভারতীয় বিএসএফকে প্রতিবাদ লিপি প্রেরণ করা হয়েছে এবং শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’