জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২১ আগষ্ট) বিকাল ৩ টায় র্যাব পুলিশের কড়া পাহারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হামিমুন তানজিমের আদালতে বদিকে হাজির করা হয়। আদালত শুনানী শেষে বদিকে কারাগারে প্রেরণের জন্য নির্দেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদনের কথা আদালতকে জানালে আদালত আবেদন পাওয়া সাপেক্ষে রিমান্ড শুনানী করার কথা জানান।
কক্সবাজারের টেকনাফের ইয়াবা সাম্রাজ্য দীর্ঘদিন নিয়ন্ত্রণে বদি ও তার পরিবারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের সংশ্লিষ্টতায় বদি ও তার ভাইদের নাম ছিল। বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ আসন থেকে এমপি নির্বাচিত হন।
বদির ইয়াবা সিন্ডিকেটেরে সদস্যরা হলেন- তার ভাই মো. আবদুল শুক্কুর, মজিবুর রহমান, শফিকুল ইসলাম, সৎ ভাই আবদুল আমিন ও ফয়সাল রহমান।
২০০২ সালে টেকনাফ পৌরসভার থেকে মেয়র নির্বাচিত হন বদি। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। এরপর হয়ে ওঠে বেপরোয়া। আর মায়ানমার থেকে দেশে ইয়াবা পাচারের অন্যতম রুট হয়ে ওঠে টেকনাফ। অভিযোগ আছে বদির পৃষ্ঠপোষকতায় এসব চলতো। এমপি বদির ভাই ও আত্মীয়-স্বজন নিয়ন্ত্রণ করতো ইয়াবা পাচারের কাজ। এদিকে তার গ্রেপ্তারের খবরে আনন্দের বন্যা বইছে উখিয়া টেকনাফে। ঘরে ঘরে চলছে মিষ্টি বিতরণ।