সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা ১২০ বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় যুব সমাজ। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, ‘খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় স্থানীয় যুব সমাজ, ব্যবসায়ী ও প্রবাসীদের সহযোগিতায় ১২০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।’ এরমধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও লবন সহ শুকনা খাবার প্রদান করা হয়।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় মেম্বার মোঃ দীন মোহাম্মদ (দিলু), বোয়ালখালী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি শামছুল আলম, বোয়ালখালী ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল হোসেন, বোয়ালখালী বাজার ব্যবসায়ী ইদ্রিস, মো: ফারুক, ব্যবসায়ী ও প্রবাসীদের মধ্যে মো. কামাল, মোহাম্মদ আলমগীর, মোহা. জাফর আহম্মেদ ও মো. হাবিবউল্লাহ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গেল কয়েকদিনের বৃষ্টি ও ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাইনী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।