সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমেরিকার মিশিগানে অবস্থিত জুড়ীবাসির প্রিয় সামাজিক সংগঠন "জুড়ী সমাজকল্যাণ সংস্থা"। রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্ত মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ইসহাক আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপি নেতা আব্দুল বারি খলিফা, কামরুজ্জামান কামরুল, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সোহেল, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ, শাহাপুর ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আঞ্জির আলী, সাধারণ সম্পাদক মো: পাখি মিয়া, জায়ফরনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: হাফিজুর রহমান মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ইউপি সদস্য মো: ফজলু মিয়া, আবুল কাশেম, বিএনপি নেতা তুহেল আহমেদ, সুমেল আহমেদ, আলমগীর হোসেন, যুবদল নেতা আশিফুল ইসলাম কামাল, ডালিম আহমেদ, সাগরনাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানবির খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, আমরা আমাদের বন্যাকবলিত ভাই-বোনদের বিপদের মধ্যে রেখে স্বস্তিতে থাকতে পারি না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসা। যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, খাদ্য, বস্ত্র, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যতদিন এই সমস্যা থাকবে আমরা সব সময় বন্যাদুর্গতদের পাশে থাকবো। তাই আসুন, আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াই।