যশোর প্রতিনিধি: যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব "টেকসিটি" নামে লুটেরা কোম্পানির হাত থেকে সরকারকে বুঝে নেওয়াসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার বিকেল থেকে পার্কের অভ্যন্তরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন(এসএইচএসটিপিআইএ) এই কর্মসূচি পালন করে। মাল্টি টেনেন্ট বিল্ডিংয়ের (এমটিবি) সামনে থেকে বের হওয়া মিছিলটি ক্যাম্পাস ঘুরে পার্কের দুই নাম্বার গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে টেকসিটিকে বিদায় হওয়ার জন্য আগামী ২৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে টেকসিটি সরকারকে দায়িত্ব হস্তান্তর করে বিদায় না হলে ২৯ তারিখ সকালে বিনিয়োগকারী, পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও ছাত্র-জনতা পার্কের নিয়ন্ত্রণ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বলা হয়, জনগণের করের টাকায় নির্মিত সরকারি স্থাপনা গণবিরোধী চুক্তির মাধ্যমে পতিত সরকারের অলিগার্ক ওয়াহেদ শরীফের কোম্পানি টেকসিটিকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার কোনো মতে এই গণবিরোধী চুক্তি বহাল রাখতে পারে না।
এছাড়া সমাবেশে পার্কের নাম পরিবর্তন করে "যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক", প্রধান ভবন "এমটিবির" নাম বদলে "শহীদ মুগ্ধ ভবন" নামকরণসহ বিনিয়োগকারীদের ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল, যুগ্ম-সম্পাদক এএইচএম আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ্বাস, পারভেজ মাহমুদ হীরা প্রমুখ।