মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের কেন্দ্রীয় শিব মন্দির চত্তরে প্রদীপ জালিয়ে দিবসের সূচনা করেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেষ সরকার।
সেখানে আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোঃ জোবায়ের শফিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ হাজারো হিন্দু ধর্মাবলম্বী মানুষ।
এদিকে কেন্দ্রীয় শিব মন্দিরে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসুচিতে পরিদর্শন করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।