মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে সাগরে মাছ ধরতে গিয়ে মো. জাকির হোসেন (২৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় মেজবাহ উদ্দিন সজিব (২৫) নামে এক যুবক আহত হয়। সোমবার (২৬ আগস্ট) দুপুর ২ টায় মিরসরাই ইকোনমিক জোনের সাগরপাড়ের ১৬ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাকির উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব মায়ানী মনু ভূঁইয়াপাড়ার রফিকুল গাজীর ছেলে। সে স্থানীয় হাজী এগ্রো নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতো। আহত সজিব একই এলাকার নজরুল ইসলামের পুত্র।
জানা গেছে, জাকির হোসেন মাছ ধরার জন্য মিরসরাই ইকোনমিক জোনের সাগরপাড়ের ১৬ নম্বর এলা যায়। সেখানে মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে অন্য একটি জালে আটকে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই পৌর সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজী এগ্রোর ম্যানেজার নাজিম উদ্দিন জানান, জাকির হোসেন সোমবার সকালে ইকোনমিক জোন এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যায়। অসাবধানতাবশত সে পড়ে গিয়ে জালে আটকে পড়ে। পরে সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠালে সে মারা যায়। সে দীর্ঘদিন যাবত হাজী এগ্রোতে কর্মরত ছিলেন।
মিরসরাই সদরের অবস্থিত মাতৃকা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোর্শেদ অভি বলেন, জাকির হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনার আগে মারা গেছে। এই ঘটনায় মেজবাহ উদ্দিন সজিব নাকে এক যুবক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।