ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৫
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪
আপডেট: আগস্ট ২৭, ২০২৪
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৪

শান্তিগঞ্জে গণতহবিল সংগ্রহ, বন্যার্তদের পাশে দাঁড়ালেন শিক্ষার্থী ও একাধিক সামাজিক সংগঠন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের ১২টি জেলা এখন পানিবন্দি। সকল ভেদাভেদ ভুলে দেশের সব মানুষ দাঁড়াচ্ছেন বন্যার্ত মানুষের পাশে। শিক্ষক, শিক্ষার্থী, রিকশা চালক, ভিক্ষুক এমনকি তৃতীয় লিঙ্গের মানুষেরাও বন্যার্তদের জন্য বাড়াচ্ছেন সহযোগিতার হাত। নিজেদের জমানো টাকা দিয়ে দিচ্ছেন শিশুরা, প্রাণ উজাড় করে রেমিট্যান্সসমেত বিপুল অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। বন্যা মোকাবিলায় এক কাতারে দাঁড়িয়েছেন বাংলাদেশের সব জনগণ।

এরই ধারাবাহিকতায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। বন্যার্তদের সহযোগিতায় তিনদিনে ২ লক্ষ ৮৮ হাজার ৫শ’ ৯৬ টাকা যৌথভাবে সংগ্রহ করেছেন তারা।

সংগ্রহকৃত এই টাকা মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থ তহবিলে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাতাগণ ও তহবিল সংগ্রহের কাজে সম্পৃক্ত অধিকাংশজনের মতামতের ভিত্তিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনে এই টাকা পাঠানো হয়েছে।

তারা আরও জানান, ২৩ আগস্ট শুক্রবার থেকে ২৫ আগস্ট রবিবার পর্যন্ত এই ৩দিন সময়ে বন্যার্তদের জন্য গণতহবিল সংগ্রহ করেন তারা। প্রবাসী, দেশের বিভিন্ন দোকান ও যাত্রীবাহী যানবাহন থেকে মোট সংগ্রহ করা হয় ২ লক্ষ ৮৮ হাজার ৫শ’ ৯৬ টাকা। এই টাকা সংগ্রহ করতে স্থানীয় সামাজিক সংগঠন এফডিআর, দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি, বন্ধন, স্বপ্ন পূরণ ও পিডিএফ সার্বিকভাবে সহযোগিতা করেছে। সর্বসম্মতিক্রমে টাকাগুলো শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র মাধ্যমে মঙ্গলবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থ তহবিলে পাঠানো হয়েছে।

বন্যার্তদের জন্য এমন একটি মানবিক কাজ করতে পেরে খুশি কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদের পক্ষে মাহিন মোর্শেদ, সজীব আল হাসান, সাফওয়ান মাহমুদ উজ্জল ও জুমন আহমদ বলেন, ‘শিক্ষার্থীরা এই দেশে বিপ্লব ঘটিয়েছে। দেশকে সংস্কার করতে চাচ্ছে। তারমধ্যেই আকস্মিক বন্যায় দেশের ১২টি জেলা প্লাবিত হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি। খাদ্যাভাবে আছেন তাঁরা। তাঁদের জন্য কাজ করতে পেরে আমাদের সকলের খুবই ভালো লাগছে। স্থানীয় পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী, দেশের ব্যবসায়ী, যাত্রী ও বিত্তবান, চিত্তবান মানুষেরা আমাদেরকে কাজ করতে খুব সহযোগিতা করেছেন। স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রশাসনও আমাদের খুব অ্যাপ্রিশিয়েট করেছেন৷ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা সব সময় এমন ভালো কাজ করে যেতে চাই। বর্তমানের মতো আগামীতেও সকলের সহযোগিতা কামনা করি।’

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, আমাদের সম্পৃক্ত করার জন্য শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ। ২ লক্ষ ৮৮ হাজার প্লাস টাকা কিন্তু একটি বিরাট এমাউন্ট। আমাদের খুব ভালো লাগছে যে, এই উপজেলা থেকে শিক্ষার্থীরা একটি ভালো কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। যেসব সংগঠন এবং স্থানীয় লোকজন তাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের সমন্বয়ে টাকাগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থ তহবিলে পাঠিয়ে দিয়েছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram