সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালায় বন্যাকবলিত এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে এবং ০৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চিকিৎসা সহায়তা ক্যাম্পের নেতৃত্বদেন ০৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম পিএসসি ও দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি।
এসময় চিকিৎসকদের মধ্যে গাইনী রোগ বিশেষজ্ঞ লেঃ কর্ণেল সেতারা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর আসিফ রোবায়েত, গাইনী রোগ বিশেষজ্ঞ মেজর সাবিনা, দীঘিনালা সেনা জোনের চিকিৎসক ক্যাপ্টেন রাকিব, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আশুতোষ চাকমা ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শিউলী রহমান সহ দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি ০৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্ণেল রাকিবুল ইসলাম বলেন, ‘বন্যা পরবর্তী বিভিন্ন রোগ বালাই প্রতিরোধসহ গাইনী, মেডিসিন ও অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এ উদ্যোগ। দিনব্যাপী প্রায় ০৮ শতাধিক উপকারভোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।’