মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেছেন, আখেরাতের জবাবদিহি নিয়ে কাজ করতে চাই। কিয়ামতের দিন হাসরের মাঠে শেষ বিচারের দিন মানুষের প্রত্যেকটি অঙ্গ যে কাজ করছে তা স্বাক্ষ্য হিসাবে প্রমান দিবে। ভাল কাজ করলে ভাল ফল দিবে আর খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন টিভি জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি দিগন্ত টিভি, বণিকবার্তা’র জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা, সহ-সভাপতি আরটিভি’র জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, এসএ টিভি’র জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও এবং দেশ টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি মোমেন মুনি, লাইব্রেরী সম্পাদক লাখোকণ্ঠ’র জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন সহ প্রায় ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিদায়ী পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়া জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা জেলার জন্য অনেক গুরুত্বপূর্ণ। জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক সুন্দর রাখতে বিগত দিনের ন্যায় আগামী দিনও অনুরূপ ভূমিকা রাখার আহবান জানান।