মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশের প্রতিটি ক্ষেত্রে অন্যায় এমন ভাবে জর্জরিত হয়ে গেছে এদেশের জনগণ আর নেতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণ মাঠে নেমে অন্দোলন চালিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।
তিনি বলেন, সেই সময় আমাদেরকে পুলিশ খুঁজছে তখন জনগণ রাস্তায় নেমেছে। জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এ জালিম শাসকের নিকট থেকে সবাই মুক্তি পেয়েছে। যা ঘটেছে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কম।
সোমবার (০২ সেপ্টেম্বর) তার নিজ এলাকা চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ সব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সাদাকে সাদা, কালাকে কালা বলতে হবে, এক কথাই অন্যায়কে অন্যায় বলতে হবে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক কেপিএম জয়নাল আবেদীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হারুয়ালছড়ি কলেজ'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর হামিদুল্লাহ সোহেল, অধ্যাপক শফিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন, শিক্ষার্থী মো. আলম শাখাওয়াত, শিক্ষার্থী রুকু আকতার নুপুর, শিক্ষার্থী জাহেদুল আলম আরফ, শিক্ষার্থী মো. সিজান, শিক্ষার্থী রবিউল হোসেন মামুন প্রমূখ।