হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা পরিষদের জায়গা দখলের পায়তারার অভিযোগ উঠেছে নান্নু মিনা ও তার স্ত্রী আলেয়া পারভীনের বিরূদ্ধে।
জানা গেছে, নড়াইল পৌরসভার ৭৫ নং দূর্গাপুর-ডুমুরতলা মৌর্জার ৮৬১ দাগের ২৮ শতক জমি সরকারি ভিপি সম্পত্তি যা পূর্ব বন্দোবস্ত হওয়ার কারনে সরকার প্রত্যপর্ণ তালিকা ভুক্ত হয়। বর্ণিত ২৮ শতক জমির সম্মুখে জেলা পরিষদের ২৫৬ দাগের ০৮ শতক জমি রয়েছে। পাকা রাস্তা সংলগ্ন এই অতি মূল্যবান জমিতে নারিকেল, আম, মেহগনি গাছ দিয়ে বেষ্টিত ছিল। অভিযোগ উঠেছে মূল্যবান এই গাছ গুলো কেটে নিয়েছে আলেয়া পারভীন। এখনও সেখানে দুটি নারিকেল গাছ কাটা রয়েছে। গাছ কেটে জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের পায়তারা করছেন তিনি।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জায়গা দখল করে প্রাচীর নির্মাণের জন্য সিমেন্টের পিল্যার, টেউটিন, প্রয়োজনীয় বাঁশ ও কাঠ আনেন। এ সময় স্থানীয়রা জেলা পরিষদে মৌখিক অভিযোগ জানালে ঘটনাস্থলে জেলা পরিষদের কর্মকর্তা এসে বাঁধা দেন এবং তাৎক্ষণিক ভাবে কাজ বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি ৫ তারিখের পূর্বে ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি যে গাছগুলো কাটা হয়েছে তার সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কাছ কাটার বিষয়টি অস্বীকার করে আলেয়া পারভীন বলেন, জায়গা টা আমার বাড়ির সামনে দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে আছে। মশা মাছি জন্মায়। তাই পরিষ্কার রাখার জন্য কাজ করছিলাম।
এ বিষয়ে নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী মাহাবুব রহমান বলেন, স্থানীয়রা আমাদের মৌখিক ভাবে জানালে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। গাছ কাটার বিষয় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।