ঢাকা
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১০:১৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪

শ্রীপুরে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম (বাচ্চু)।

মঙ্গলবার সকালে মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে, তখনই ওই আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্তারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট মিথ্যা সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এরই প্রেক্ষিতে (৯ সেপ্টেম্বর) জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় মাসে ৪শ কোটি টাকার বাণিজ্য, গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন-বিএনপির এমন শিরোনামের সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে পুরো ঘটনাটি কাল্পনিক। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোন ধরনের কমিটি গঠন করেনি।

সংবাদে আমার নাম উল্লেখ করে বলা হয়েছে, ওই কমিটির উপদেষ্টা আমি। এমন সংবাদে আমার নেতাকর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে। ব্যক্তি জীবনকে প্রশ্নবিদ্ধ বিভ্রান্ত করছে। এমনকি সামাজিক মর্যাদাও ক্ষুন্ন করছে। অসত্য বানোয়াট ভিত্তিহীন এমন সংবাদে আমি মর্মাহত হয়েছি। এরকম কাল্পনিক মনগড়া ও মিথ্যা ঘটনার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রকাশিত সংবাদের যেসব নেতা কর্মীর নাম জড়ানো হয়েছে তা পুরোই রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশের কারণেই হয়েছে বলে আমি মনে করি। একটি পক্ষ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমাদেরকে জেলা ও কেন্দ্রের বিভিন্ন নেতাকর্মীর নামে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে কোন অপকর্ম চাঁদাবাজি সহ দেশের অর্থনৈতিক কাজে ব্যাঘাত ঘটে এমন কাজে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ সহ আমাদের কাছে উপস্থাপন করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram