চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গুম ও ক্রসফায়ারে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, র্যাব-৫ এর তৎকালীন উপ-পরিদর্শক মোজাম্মেল হক, সোর্স মনিরুর ইসলাম টুলু ও মোঃ মোরসালিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামী করে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলী আদালতে জেলার গোমস্তপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের নিহত আবুল হোসেন বাবু’র স্ত্রী মোসাঃ জুলেখা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলার কৌশুলী এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর বিকেল ৫ টার সময় আবুল হোসেন বাবু চাঁপাইনবাবগঞ্জের একটি মামলায় হাজিরা শেষে বাসযোগে বাড়ি ফেরার সময় রহনপুর বাসষ্ট্যান্ডে বাসের ভেতর থেকে বাবুকে জোর করে নামিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায় র্যাব ও পুলিশ সদস্যরা। পরদিন সকাল ৬ টার দিকে র্যাব ও পুলিশ সদস্যরা বাবুকে গুলি করে হত্যা করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বেডে ফেলে যায়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে আসামীপক্ষ বাদীকে হুমকি-ধামকি এবং আসামীগন ক্ষমতাশীল এবং উর্দ্ধতন কর্মকর্তা হবার সুবাদে থানা মামলা নেয়নি। বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তনে দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করায় আজ বাদী জুলেখা বেগম আমলী আদালত(গোমস্তাপুর) এ উপস্থিত হয়ে গুম ও খুনের মামলা দায়ের করেন।
আমলী আদালত(গোমস্তাপুর) এর বিজ্ঞ বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু তালেব আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার আদেশের দিন ধার্য করেন।
এদিকে, বাদী জুলেখা বেগম বলেন, আমার স্বামী বিএনপি করার অপরাধে তাকে র্যাব ও পুলিশ সদস্যরা প্রথমে গুম এবং পরবর্তীতে গুলি করে হত্যা করে। আমি হয়েছি স্বামীহারা এবং আমার সন্তানরা হয়েছে বাবাহারা। আমি আমার স্বামী হত্যার বিচাই চাই।