বাঁশখালী (প্রতিনিধি) চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় রাতে জাল (টাঙ্গুয়াজাল) নিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আরিফ (৩৩) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পরের দিন রোববার সকালে বাড়ীর অদূরে কোনাখালী বিলে পড়ে থাকা তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। তথ্যটি নিশ্চিত করেন তার সর্ম্পকীয় চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন। ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় মারা যাওয়া মো. আরিফ একই এলাকার হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মাছ ধরার জন্য জাল (টাঙ্গুয়াজাল) নিয়ে বের হন মো. আরিফ। ওইদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে বাড়ীর অদূরে কোনাখালী বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। জানা যায়, স্থানীয় মুজিবুর রহমান নামে এক কৃষক তার ধান ক্ষেতে পূর্ব থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার (গুনার তার) পেতে রাখেন। ওখানে পৌছামাত্র অসতর্কতাবশত মো. আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'মাছ ধরতে গিয়ে মো. আরিফ নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।