নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়ায় রেজু পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)'র ঘুমধুম বিওপির বিশেষ টহল দল বিওপি থেকে উওর-পশ্চিমে ঘুমধুম মধ্যম পাড়ায় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উল্লেখ্য, জব্দকৃত ইয়াবা গুলো পার্শ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় চোরাকারবারীরা দূর্গম সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে এনে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করতে সক্ষম হয় বলে সুত্রে জানা গেছে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এর নেতেৃত্ব বিওপির বিশেষ টহল দল অভিযান চালায়। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মধ্যম পাড়া থেকে ৪১ নং সীমান্ত পিলার এর ৫ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তর থেকে উক্ত ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, সীমান্ত চোরাকারবারিরা এসব ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে এনে অন্যত্রে সরবরাহের জন্য মজুদ করেছিল।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয় বলে বিজিবি সূত্রে জানা যায়।