মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলা প্রশাসন হতে ২০২৪-২৫ অর্থবছরে জিআর হিসেবে প্রাপ্ত অর্থ হতে রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে উন্নতমানের শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে ৫ শত ৫৫ জন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষের মাঝে শিশু ও গো খাদ্য বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৮০টি শিশুর জন্য প্রতি প্যাকেট শিশু খাদ্যে দুই কেজি চাল, ১লিটার সয়াবিন তৈল, মসুরি ডাল ১কেজি, সুজি ১কেজি, চিনি ১কেজি এবং ৩৭৫টি পরিবারকে গো খাদ্যের জন্য ১০কেজি ফিড খাদ্য বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জমির উদ্দিন। বিতরণে সার্বিক সহযোগিতা করেন উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও ছাত্র জনতা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।