রাজধানীর নয়া পল্টনে বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণসমাবেশে অংশগ্রহণের জন্য সকাল থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আকবর হোসেনের নেতৃত্বে শতশত নেতাকর্মী জামায়েত হতে থাকে। সকাল ১১ টা নাগাদ মানিকগঞ্জ থেকে রওনা হয়ে নয়া পল্টনে দুপুরে ১টায় পৌঁছান। নেতাকর্মীদের ভিতরে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
তারা বলছেন, অনেকদিন পর ঢাকায় কোন সমাবেশে অংশগ্রহণ করছেন কোন প্রকার বাধাহীনভাবে। আওয়ামী লীগ সরকারের আমলে শত বাধা পেরিয়ে সমাবেশে অংশগ্রহণ করতে হতো। সেই ভয় ভীতি এখন আর নেই। দুপুর বারোটা থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে।
বিএনপি'র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বলেন, আমি প্রথমেই স্মরণ করি গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজ দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আজ গণতন্ত্র দিবসে শুধু বিএনপির নেতাকর্মীরাই না সারা দেশের মানুষ উচ্ছ্বাসিত। তিনি আশা ব্যক্ত করেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।