কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত মনসুরনগর ইউনিয়নের শালদহে যমুনা নদীর তীর থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার যন্ত্র ৩ টি কাটার পিলার ও ৬ টি মহেন্দ্র ট্রাক জব্দ করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৪২)। তিনি কাজিপুরের সিমান্তঘেঁষা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর সরিষাবাড়ি গ্রামের মহির উদ্দিনের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার এই অভিযান চালান। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে মাটি কাটার যন্ত্র। এমন অভিযান অব্যাহত থাকবে।