মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ফেনীরকুল সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ঔষুধ সহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির আওতায়ধীন মহামুনি বিওপি ক্যাম্পের অধীনস্থ ফেনীরকুল সীমান্ত এলাকায় নুর মোহাম্মদ ও শাহজাহান এর বসত বাড়ির পুরাতন টিন সীড়ের ঘরে পুলিশ, বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে ৩০ কাটুন বিদেশি সিগারেট ও সিগারেট তৈরির ফিল্টার সহ ৬শত কৌটা ঔষুধ জব্দ করা হয়। উক্ত ঘটনার সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুইজনকে ঘটনাস্থলে হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীরকুল গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত মো.জাকির হোসেনের ছেলে মো.শাহজাহান (৫৯), মানিক মিয়ার ছেলে মো.হৃদয় (১৯)। অন্যদিকে পলাতক আসামিরা হলেন- ফেনীরকুল গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ (২৮) ও মো.রুবেল (২৮)।
যৌথ অভিযান পরিচালনায় পুলিশের পক্ষে নেতৃত্বদেন রামগড় থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ এবং বিজিবি পক্ষে নেতৃত্বদেন মহামুনি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.শরীফ মাহবুব সহ সঙ্গীয় ফোর্স। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।