মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বিচারবহির্ভূত হত্যাকান্ড ও হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে "তোর ভাত তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে, মব জাস্টিস বন্ধ করো, আইনের শাসন কার্যকর করো, অস্ত্র ছাড়ো কলম ধরো, বেআইনী হত্যা বন্ধ কর" এই স্লোগানকে ধারণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে পৌরসভার সম্মুখ সড়কে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইশতিয়াক, এইচএম রাকিব হাসান, সাইফুল ইসলাম রাকিব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সালেহ প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে বিচারহীনতা-গণপিটুনির সংস্কৃতি জেঁকে বসেছে। প্রতিদিন গণপিটুনির খবর প্রকাশিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়েরর সুযোগে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। গত দুই মাসের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত ৩৬ জন গণপিটুনিতে নিহত হয়েছে। দেশের দুইটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা অত্যন্ত ঘৃণা ও লজ্জাজনক। অবিলম্বে বক্তারা তোফাজ্জেল হত্যা সহ সকল গনপিটুনিতে নিহতদের সুষ্ঠু বিচার দাবি জানান।