খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে নলছিটি পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা, মাদরাসার শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় তারা পৌর এলাকার কাঠেরপুল হইতে অনুরাগ বাজার খেয়াঘাট পর্যন্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে সড়ক মেরামত করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান, মো. হানিফ মল্লিক, সমাজকর্মী বালী তাইফুর রহমান, মো. শাওন হাওলাদার সহ আরো অনেকে।
এসময় তারা বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার জনসাধারণ যাতায়েত করে। খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না। সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। দীর্ঘ একযুগেরও বেশী সময় ধরে সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না।